তিন ব্রাউজারের মাধ্যমে মোবাইল থেকে তথ্য চুরি করছে শাওমি

তিন ব্রাউজারের মাধ্যমে মোবাইল থেকে তথ্য চুরি করছে শাওমি

ব্যবহারকারীদের অজান্তেই ডিভাইস থেকে তথ্য চুরি করছে শাওমি স্মার্টফোন। ডিভাইসে থাকা নিজস্ব ব্রাউজার কাজে লাগিয়ে ব্যবহারকারীদের সব ব্রাউজিং তথ্য হাতিয়ে নিচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এমনকি গুগলে তথ্য খোঁজার তথ্যও সংগ্রহ করছে তারা। সংগৃহীত তথ্য রাশিয়া ও সিঙ্গাপুরে নিজেদের রিমোট সার্ভারে পাচার করছে শাওমি স্মার্টফোন। ব্রাউজারের গোপন সার্চ ফিচার ‘ইনকগনিটো’ মোড ব্যবহার করলেও তথ্যপাচার থেকে নিস্তার মিলছে না। সাইবার নিরাপত্তা গবেষকদের বরাতে এ তথ্য প্রকাশ করে ফোর্বস জানিয়েছে, ডিভাইসে ইনস্টল করা ব্রাউজারের পাশাপাশি গুগল প্লে স্টোরে থাকা শাওমির ‘মি ব্রাউজার প্র’ এবং ‘মিন্ট ব্রাউজার’ও গোপনে ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করছে। এরই মধ্যে প্রায় দেড় কোটি ডিভাইসে ইনস্টল করা হয়েছে ব্রাউজারগুলো। তবে ফোর্বসে প্রকাশিত তথ্য অস্বীকার করেছে শাওমি কর্তৃপক্ষ।
কর্মীদের ‘আর কখনোই’ অফিসে যেতে হবে না, জানাল টুইটার পূর্ববর্তী

কর্মীদের ‘আর কখনোই’ অফিসে যেতে হবে না, জানাল টুইটার

নিরাপত্তায় কঠোর হচ্ছে জুম পরবর্তী

নিরাপত্তায় কঠোর হচ্ছে জুম

কমেন্ট