তিন মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ আজ

তিন মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ আজ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় জামিন আবেদেনের ওপর আদেশ দেওয়া হবে আজ। আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেবেন। আজকের কার্যতালিকায় দেখা যায়, খালেদা জিয়ার তিনটি আবেদনই শুনানির জন্য কার্যতালিকার এক থেকে তিন নম্বরে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। ওইদিন রাষ্ট্রপক্ষে অসমাপ্ত শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত জানান, রবিবার বাকি মামলাটির শুনানি শেষে ঐদিনই আদেশ দেওয়া হবে। গত ২২ ও ২৩ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। এখন কুমিল্লার নাশকতার মামলা ও নড়াইলে মানহানির মামলায় শুনানি শেষ হলে আদালত জামিন বিষয়ে আদেশ দেবেন। গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট খালেদা জিয়ার জামিন বহাল রাখলেও কয়েকটি মামলায় গ্রেপ্তার থাকার কারণে এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই কেবল তিনি জামিনে মুক্তি পাবেন বলে তার আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন পূর্ববর্তী

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন

দেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ: খাদ্যমন্ত্রী পরবর্তী

দেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ: খাদ্যমন্ত্রী

কমেন্ট