‘তিন মৌসুমে বার্সেলোনা কেন শিরোপা জিতেনি জানা নেই’

‘তিন মৌসুমে বার্সেলোনা কেন শিরোপা জিতেনি জানা নেই’

২০১৫ সালের পর টানা তিন মৌসুম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পায়নি স্পেনের ক্লাব বার্সেলোনা। শেষ তিন মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে লিওনেল মেসিদের বার্সেলোনা। নক আউট পর্বের বাঁধা টপকাতে না পারায় বেশ হতাশ মেসিরা। বিশেষ করে শেষ তিন মৌসুমে তাদের নক আউট পর্বের পারফরম্যান্স ছিল বেশ বাজে। গত মৌসুমে রোমার বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে ছিটকে পড়ে পিকে, ইনিয়েস্তারা। এর আগের মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ম্যাচ হারে ৩-০ ব্যবধানে এবং ২০১৫-১৬ মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়ে ২-১ এবং ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের শেষ তিন মৌসুমের পারফরম্যান্স বেশ হতাশাজনক। এবার শিরোপার মিশনে মাঠে নামছে কাতালানরা। মেসির নেতৃত্বে শিরোপা খরা কাটাবে বলে বিশ্বাস করেন সতীর্থরা। আজই শুরু হচ্ছে তাদের শিরোপার মিশন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পিএসভি। এদিকে মেসি থাকার পরও শেষ তিন মৌসুমে বার্সেলোনা কেন শিরোপা জিতেনি, সেই উত্তর জানা নেই ফিলিপে কুতিনহোর। বার্সেলোনার হয়ে আজ চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হবে ব্রাজিলের মিডফিল্ডারের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কুতিনহো বলেছেন,‘চ্যাম্পিয়ন্স লিগ আমার এবং দলের জন্য খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি বার্সেলোনার হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা শিরোপার জন্য মাঠে নামব। আমরা এবছর চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে মুখিয়ে আছি।’ শেষ তিন মৌসুমের পারফরম্যান্স নিয়ে কুতিনহো বলেন,‘শেষ চার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কেন একটি মাত্র শিরোপা জিতেছে তা বলা কঠিন। আমাদের দলে মেসি আছে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সেরাদের সেরা সে। শেষ তিন মৌসুমে কেন হয়নি সেটা আমার জানা নেই। আমি সেখানে ছিলাম না। এবার চেষ্টা করবো প্রত্যাশা পূরণ করার। আমরা সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’ মিডফিল্ডে ইনিয়েস্তার জায়গায় খেলবেন কুতিনহো। তবে লেফ্ট উইংয়ে নিজেকে ভালো মনে করেন ২৬ বছর বয়সি ফুটবলার। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে পারবেন বলে জানিয়েছেন তিনি,‘ইনিয়েস্তা কিংবদন্তি। তার সঙ্গে তুলনা করা উচিত নয়। আমি তার অভাব পূরণ করার চেষ্টা করবো কিন্তু তার সঙ্গে তুলনা করা উচিত নয়। তার জায়গায় খেলা কঠিন। আমি লেফ্ট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে পারব। কোচ যেভাবে বলবেন সেভাবেই খেলতে পারব।’ চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। নিজেদের গ্রুপ নিয়ে ততটা চিন্তা করছেন না কুতিনহো। জানিয়েছেন, সাধ্যের সবটুকু দিয়ে শিরোপা জয়ের চেষ্টা করবে পুরো দল। গেল ১০ বছরের মধ্যে সাতবারই লিগ জিতেছে বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কোনো সাফল্য নেই। স্পেনের ক্ল্যাবটি এবার শিরোপা খরা কাটাতে পারে কিনা সেটাই দেখার।
হংকংকে হারিয়ে শুভসূচনা ভারতের পূর্ববর্তী

হংকংকে হারিয়ে শুভসূচনা ভারতের

দেশে ফিরছেন না সাকিব পরবর্তী

দেশে ফিরছেন না সাকিব

কমেন্ট