তীব্র বাতাস ও আলো স্বল্পতায় আজ পদ্মাসেতুতে বসেনি স্প্যান

তীব্র বাতাস ও আলো স্বল্পতায় আজ পদ্মাসেতুতে বসেনি স্প্যান

দিনভর চেষ্টার পর তীব্র বাতাস ও আলো স্বল্পতায় পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসানো গেল না। রোববার (২৫ অক্টোবর) কাল সকালে আবার শুরু হবে কাজ। এই স্প্যান বসলে দৃশ্যমান হবে পুরো সেতুর ৫ কিলোমিটারের বেশি। ৩৪তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল ২৫ অক্টোবর। তবে সব কিছু গুছিয়ে আনায় একদিন আগেই স্প্যানটি তুলে ফেলার পরিকল্পনা করা হয়। শনিবার (২৩ অক্টোবর) সকাল স্প্যানটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওয়ানা দিতে দেরি হয়। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওয়ানা হয় বিশেষায়িত ক্রেন তিয়ান ইউ। প্রায় ২ কিলোমটার পথ পাড়ি দিয়ে মাঝনদীতে ৭ ও ৮ নম্বর পিলারের কাছে যখন ক্রেন পৌঁছে, ততক্ষণে দিনের আলো নিভু নিভু। বাকি আছে ক্রেন নোঙ্গর করার কাজ, তবু হাল ছাড়েন না চীনের প্রকৌশলীরা। বেশ কয়েকবার চেষ্টার পর এক সময় আলোক স্বল্পতার কাছে হার মানেন তারা। আগে থেকে এ জায়গায় বসানো ৪ টি স্প্যানের কাছে ক্রেনসহ স্প্যানটি রেখে দিয়ে ঘোষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার।
আজ নবমী, আগামীকাল দুর্গোৎসবের সমাপ্তি হবে পূর্ববর্তী

আজ নবমী, আগামীকাল দুর্গোৎসবের সমাপ্তি হবে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪ জন পরবর্তী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪ জন

কমেন্ট