থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল

থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল

যুব অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ড খেলতে ২৪শে এপ্রিল থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল। যুব অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবে এশিয়ার ১২টি দেশ। যার মধ্যে মূল পর্বে খেলার সুযোগ পাবে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল। নতুন কোচ গোপিনাথান কৃষ্ণ মুর্তির তত্ত্বাবধানে বিকেএসপিতে অনুশীলন করেছে যুবারা। সল্প সময়ের অনুশীলন হলেও দলের খেলোয়াড়রা দেখছেন জয়ের স্বপ্ন। কোয়ালিফাই করায় চোখ রেখেছে কোচ। শীষ্যদের প্রতি আস্থা রেখেই এগোচ্ছেন তিনি। ফাইভ সাইড হকির এ প্রতিযোগিতার জন্য দলের প্রস্তুতিতে সন্তুস্টু ফেডারেশন কর্তাও। তাদের প্রত্যাশা এবার চ্যাম্পিয়ন হবে দল। এর আগে, যুব অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডে রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে লাল সবুজ যুবাদের। সে অভিজ্ঞতা কাজে লাগবে এ টুর্নামেন্টে।
'নেইমার কিভাবে এমন আচরণ করতে পারল?' পূর্ববর্তী

'নেইমার কিভাবে এমন আচরণ করতে পারল?'

গেইলের ঝড়ের দিনে হায়দরাবাদের প্রথম হার পরবর্তী

গেইলের ঝড়ের দিনে হায়দরাবাদের প্রথম হার

কমেন্ট