দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরে কিমের আমন্ত্রণ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরে কিমের আমন্ত্রণ

পারমাণবিক ইস্যুতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। তবে এরই মাঝে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে পিয়ংইয়ং সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট মুন বলেছেন, দুই কোরিয়ার এটি বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে উত্তর কোরিয়াকে উৎসাহিতও করেছেন তিনি। প্রসঙ্গত, যদি প্রেসিডেন্ট মুন এই আমন্ত্রণে সাড়া দেন তাহলে এটি এক দশকেরও বেশি সময় পর দুই কোরিয়ার নেতাদের মধ্যে এটাই প্রথম শীর্ষ সম্মেলন হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার পর সিউলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুপক্ষের এক মাইলফলক বৈঠকে হাতে লেখা ঐ আমন্ত্রণটি হস্তান্তর করেন কিমের বোন কিম ইয়ো জোং।
ইন্দোনেশিয়ায় পাহাড় থেকে বাস নীচে পড়ে নিহত ২৭ পূর্ববর্তী

ইন্দোনেশিয়ায় পাহাড় থেকে বাস নীচে পড়ে নিহত ২৭

মালদ্বীপে সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাহার পরবর্তী

মালদ্বীপে সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাহার

কমেন্ট