দক্ষিণ মেরুতে এটা কি?

দক্ষিণ মেরুতে এটা কি?

দক্ষিণ মেরুর রহস্যময় এলাকায় এমন শত শত মাইল জায়গা রয়েছে, যেখানে মানুষের কোনো পদচিহ্নই পড়েনি। তেমনই এক দুর্গম এলাকায় রহস্যময় কিছু চিহ্ন দেখা গেছে গুগল ম্যাপে। আর এ ম্যাপটি থেকে সে চিহ্নগুলো যে কেউ দেখে নিতে পারবেন অনলাইনে। দক্ষিণ মেরুর সেই রহস্যময় কাঠামোর সন্ধান দিয়েছে কন্সপিরেসি ডিপো নামের এক ইউটিউব চ্যানেল। মানচিত্রে স্থানটি প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল স্থানটি গবেষণার প্রয়োজনে কেউ নির্মাণ করেছিল। কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত সবকটি গবেষণাকেন্দ্র সম্পর্কেই বিস্তারিত তথ্য রয়েছে। সেই তথ্য অনুযায়ী ওই অঞ্চলে কোনো গবেষণাকেন্দ্রের সন্ধান পাওয়া যায়নি। এতটা বড় আকারের কোনো গবেষণাকেন্দ্র থাকলে তা আগেই জানা যেত। ইউটিউবে ভিডিও দেখে অনেকেই স্থানটি কী হতে পারে সে বিষয়ে মন্তব্য করেছেন। কেউ বলছেন এটি একটি সামরিক স্থাপনা বা বাঙ্কার হতে পারে। অনেকেরই ধারণা এটি কোনো দেশের একটি সামরিক বিমানবন্দর। পাশ দিয়ে সাজানো রয়েছে সামরিক বিমানগুলো, যা বরফে ঢেকে গেছে। এছাড়া সামনের অংশটি সে বিমানগুলো ওঠানামার জন্য তৈরি রানওয়ে। পেছনে রয়েছে কালো মতো একটি গর্ত, যা বাংকার বলে মনে করছেন তারা। অনেকে আবার বলছেন, বিশ্বের দুর্গমতম এ স্থানে মানুষের পক্ষে এত বড় স্থাপনা নির্মাণ সম্ভব নয়। এক্ষেত্রে এটি হয়ত এমন একটি স্থান যা ভিনগ্রহীরা ব্যবহার করত। তবে এবার গুগল স্যাটেলাইটের ছবিতে তা উঠে এসেছে সবার সামনে।
আগের চেয়ে বিচক্ষণ ১৮ বছর বয়সীরা: গবেষণা পূর্ববর্তী

আগের চেয়ে বিচক্ষণ ১৮ বছর বয়সীরা: গবেষণা

অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে একের পর এক ধারালো বস্তুর সন্ধান, উদ্বেগে ক্রেতারা পরবর্তী

অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে একের পর এক ধারালো বস্তুর সন্ধান, উদ্বেগে ক্রেতারা

কমেন্ট