দলে আত্মবিশ্বাসের অভাবে হারছে বাংলাদেশ : সাকিব

দলে আত্মবিশ্বাসের অভাবে হারছে বাংলাদেশ : সাকিব

চট্রগ্রাম টেস্টের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও আফগানিস্তানের কাছে বেশ বাজে ভাবে হারল বাংলাদেশ। দলে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। পাশাপাশি লিটন-সৌম্য-মোসাদ্দেকের মতো পরীক্ষিত তরুণ ক্রিকেটার রয়েছেন। এমন শক্তিশালী ব্যাটিং লাইনআপের পরও যখন ১৬৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে টাইগারদের অসহায় আত্মসমর্পণ, তখন আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠবেই। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটাই প্রকাশ্যে স্বীকার করলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, আমার মনে হয়, দলে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এর কারণেই এমনটা হচ্ছে। আর আত্মবিশ্বাসের অভাব রয়েছে বলেই ব্যাটসম্যানের মাইন্ডসেটও পরিস্কার নয়, তারা কী করবে। দুটো জিনিসই একটা আরেকটার পরিপূরক। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জেতা দরকার ছিল বলে মনে করেন বাংলাদেশ দলপতি। তিনি বলেন, যেটা দেরাদুনে হয়েছে, সেটা এখানেও হয়েছে- এটা প্রমাণ হয়ে গেলো। গত ম্যাচের উইকেটে ব্যাট করা কঠিন ছিল। কিন্তু, এই ম্যাচের উইকেটটা ব্যাট করার মতো ছিল। আমরা ম্যাচটা ওদের দিয়ে এসেছি। সুযোগটা নেওয়া দরকার ছিল, যেটা পারিনি। সাকিব মনে করেন, টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো দল। আর ভালো দলের বিপক্ষে জিততে কষ্ট তো হবেই!
টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জেতার রেকর্ড গড়লেন রশিদ খানরা পূর্ববর্তী

টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জেতার রেকর্ড গড়লেন রশিদ খানরা

বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই বিশ্বরেকর্ড গড়বে আফগানিস্তান পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই বিশ্বরেকর্ড গড়বে আফগানিস্তান

কমেন্ট