দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও আন্দোলন করছে ননএমপিও শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পযর্ন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। গত আট দিন ধরে প্রেসক্লাবের বিপরীত পাশের সড়কে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। আজ সহস্রাধিক শিক্ষক এ আন্দোলনে যোগ দিয়েছেন। ঈদের নামাজও তারা আদায় করেছেন সড়কে। এরপর তারা ভুখা মিছিল করেন। ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন ‘বেতন না পাওয়ায় শিক্ষকরা রাজপথে ঈদ পালন করেছেন। তাদের পারিবারের সদস্যরাও না খেয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’ তিনি বলেন, রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন (অবস্থান কর্মসূচি) অধাবেলা হলেও আজ থেকে দিন রাত কর্মসূচি পালিত হবে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমপিভুক্ত করা না হবে ততক্ষণ আমরা রাজপথেই অবস্থান করব।
বাংলাদেশের গণতন্ত্র আগের চেয়ে এখন অনেক সুরক্ষিত : প্রধানমন্ত্রী পূর্ববর্তী

বাংলাদেশের গণতন্ত্র আগের চেয়ে এখন অনেক সুরক্ষিত : প্রধানমন্ত্রী

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল পরবর্তী

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল

কমেন্ট