দারুণ জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে তামিমের কুমিল্লা

দারুণ জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে তামিমের কুমিল্লা

লক্ষ্যটা মাঝারি, জিততে হলে করতে হবে ১৫৪ রান। এই রান তাড়া করে সহজেই জয় পাওয়ার কথা ঢাকা ডায়নামাইটসের। অথচ এই ম্যাচেই কি না হেরে বসেছে সাকিব আল হাসানের দল। কুমিল্লা ভিক্টোরিয়ানের কাছে তারা হেরেছে সাত রানে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে কুমিল্লা। এখন দুই দলের সংগ্রহ ১০ পয়েন্ট করে। অবশ্য এদিন ঢাকার বোলাররা দারুণ নৈপুণ্য দেখালেও ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। এক আন্দ্রে রাসেল (৪৬) ছাড়া অন্য সবাই ব্যর্থ হয়েছেন। তাই এই মাঝারি লক্ষ্যও টপকাতে পারেনি। কুমিল্লার দুই বিদেশি বোলার থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদি দারুণ বল করে তাদের সাফল্যের পথে বাধা হয়েছেন। পেরেরা তিনটি এবং আফ্রিদি দুই উইকেট পান। এর আগে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে। তাদেরও শুরুটা ছিল বাজে। দ্রুত সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক (১) ও অধিনায়ক ইমরুল কায়েস (৭)। তবে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রুখে দাঁড়ান জাতীয় দলের তারকা ওপেনার তামিম, তিনি ২৯ বলে ৩৪ রান করেন। এরপর শামসুর রহমান ৪৮ ও থিসারা পেরেরা ২৬ রান করে দলকে সম্মানজনক সংগ্রহের পথ দেখান। তবে শেষ দিকে দ্রুত উইকেট না হারালে সংগ্রহটা আরো বড় হতে পারত। তামিমদের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান সাকিব আল হাসান। চার ওভার বল করে ২৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন। এর আগে প্রথম ম্যাচে খুলনা টাইটানসকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। খুলনার ১৮১ রানের জবাবে মাশরাফির রংপুর চার উকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই হারে আসরে খুলনার সব সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। তারা আট ম্যাচ খেলে সাতটিতেই হেরেছে।
বর্ষসেরা ওয়ানডে পারফর্মারের তালিকায় মাশরাফি-মুশফিক পূর্ববর্তী

বর্ষসেরা ওয়ানডে পারফর্মারের তালিকায় মাশরাফি-মুশফিক

টানা হারতে পারলে টানা জিততেও পারব পরবর্তী

টানা হারতে পারলে টানা জিততেও পারব

কমেন্ট