দিনাজপুরে রেললাইন অবরোধ মুক্তিযোদ্ধা মঞ্চের

দিনাজপুরে রেললাইন অবরোধ মুক্তিযোদ্ধা মঞ্চের

চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০% কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুরের ব্যানারে রেললাইন অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় তারা রাজপথ ও রেলপথ অবরোধ করেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলগেইটে অবস্থান নিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ও পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন লোকাল ট্রেন অবরোধ করা হয়। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুরের ব্যানারে ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বানে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিতে ৩০% কোটা বহালের দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়কৃত পরিপত্র প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবরোধ ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সকাল ৯টা ১৯ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ও সকাল ৮টা ৪৪ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন লোকাল ট্রেন অবরোধ করে রাখে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। এরপর তাঁরা শান্তিপূর্ণভাবে ট্রেনগুলো ছেড়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার, আনোয়ারুল কাদির জুয়েল, এমদাদুল হক চৌধুরী, আব্দুল জলিল ভাদু, মনসুর আলী, আব্দুল মালেক, সহদেব, শাহাজাহান আলীসহ অন্য মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানরা।
চুয়াডাঙ্গায় ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু পূর্ববর্তী

চুয়াডাঙ্গায় ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

সিলেটের মেয়র আজ দায়িত্ব নিচ্ছেন পরবর্তী

সিলেটের মেয়র আজ দায়িত্ব নিচ্ছেন

কমেন্ট