দিপুর হাত ধরে এলো প্রথম সোনা

দিপুর হাত ধরে এলো প্রথম সোনা

কাঠমাণ্ডুতে এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে দেশকে প্রথম সোনা এনে দিলেন বাংলাদেশের দিপু চাকমা। এর আগে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেন হুমায়রা আক্তার অন্তরা। জানা গেছে, আজ সোমবার সকালে তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে প্রথম সোনা জিতে বাংলাদেশের দিপু। তিনি রাঙামাটির ছেলে। এর আগে মেয়েদের কারাতের কাতা একক ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন হুমায়রা। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের শাইদা। আর দ্বিতীয় হয়ে রোপ্য জেতেন নেপালের এক প্রতিযোগী। উল্লেখ্য, গতকাল রবিবার থেকে এসএ গেমসের ত্রয়োদশতম আসর শুরু হয়। আর এই আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।
আইপিএল খেলতে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার পূর্ববর্তী

আইপিএল খেলতে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার

ট্রিপল সেঞ্চুরি পেতে ২১ কিলোমিটার দৌড়েছেন ওয়ার্নার! পরবর্তী

ট্রিপল সেঞ্চুরি পেতে ২১ কিলোমিটার দৌড়েছেন ওয়ার্নার!

কমেন্ট