দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টিকে রইল হায়দরাবাদ

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টিকে রইল হায়দরাবাদ

ব্যাট হাতে ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার। বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসকে চেপে ধরলেন রশিদ খান। দুই বিভাগের দৃঢ়তায় আইপিএলে নিজেদের আশা বাঁচিয়ে রাখল হায়দরাবাদ। আইপিএলের ৪৭তম ম্যাচে গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। দীর্ঘদিন পর হায়দরাবাদের হয়ে মাঠে নামেন ঋদ্ধিমান সাহা। ওয়ার্নারের সঙ্গে ইনিংসের ওপেন করতে নামেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারে দুই ব্যাটসম্যান অবিচ্ছদ্য থেকে ৭৭ রান তোলেন। ওয়ার্নার ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত হায়দরাবাদ অধিনায়ক আটটি চার ও দুটি ছক্কায় ৩৪ বলে ৬৬ রান করে আউট হন। আর ঋদ্ধিমান ২৭ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১২টি চার ও দুটি ছক্কায় ৪৫ বলে ৮৭ রান করেন। মনিশ পান্ডে ৩১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। উইলিয়ামসন অপরাজিত থাকেন ১০ বলে ১১ রান করে। দিল্লির হয়ে বল হাতে নরকিয়া ও অশ্বিন একটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ১৯ ওভারেই অলআউট হয় দিল্লি। ইনিংসের শুরুতেই দিল্লিকে নাড়িয়ে দেন সন্দীপ শর্মা। রানের খাতা খোলার আগে বিদায় নেন ওপেনার শেখর ধাওয়ান। এরপর মার্কাস স্টয়নিসকে বিদায় করেন নাদিম। আক্রমণে এসে শুরুতে শিমরন হ্যাটমায়ারকে সাজঘরে পাঠান রশিদ। এরপর একে একে ফেরান অজিঙ্কা রাহানে ও অক্ষর প্যাটেলকে। এ ছাড়া ৪ ওভারে মাত্র ৭ রান দেন আফগান এই বোলার। তাঁর কিপটে বোলিংয়ে শেষ পর্যন্ত বিশাল জয় তুলে নেয় হায়দরাবাদ। আইপিএলে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। আর এই জয়ের মাধ্যমে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল হায়দরাবাদ। এখন ১২ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। পরের দুই ম্যাচ জেতার পাশাপাশি কিছু সমীকরণ মেলাতে পারলে শেষ চারের দরজা খুলবে হায়দরাবাদের।
'আমার মতো ভুল যেনো কেউ না করে' পূর্ববর্তী

'আমার মতো ভুল যেনো কেউ না করে'

বার্সা সভাপতি বার্তোমেউর পদত্যাগ পরবর্তী

বার্সা সভাপতি বার্তোমেউর পদত্যাগ

কমেন্ট