দিল্লি দখলে মরিয়া বিজেপি; প্রত্যয়ী কেজরিওয়াল

দিল্লি দখলে মরিয়া বিজেপি; প্রত্যয়ী কেজরিওয়াল

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচন আসন্ন। ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট৷ দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আগামী ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটের ফল ঘোষণা হবে৷ এই নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। ভারতের কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় ফের জিততে প্রত্যয়ী আম আদমি পার্টি (এএপি)। বিজেপিকে টেক্কা দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে কেন্দ্রের সবচেয়ে কাছের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া নরেন্দ্র মোদির বিজেপি। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন কেজরিওয়াল। উন্নয়নে ভর করেই দিল্লিতে ফের আপ ক্ষমতায় ফিরবে বলে দাবি তার৷ কেজরিওয়াল বলেন, দিল্লিতে আবারও ক্ষমতায় আসবে আপ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে৷ আম আদমি পার্টিকে হারাতে জোটবদ্ধ হয়েছে বিরোধীরা। গত পাঁচ বছরের উন্নয়নে ভরসা রয়েছে৷ উন্নয়নের নিরিখেই আপ প্রার্থীদের ভোট দেবেন দিল্লিবাসী৷ এদিকে, বিভিন্ন জরিপ আভাস দিয়েছে দিয়েছে যে, দিল্লির মসনদে আম আদমি পার্টি পুনরায় আসীন হতে পারে।
বলিউডের কারণেই পাকিস্তানে যৌন অপরাধ বাড়ছে : ইমরান খান পূর্ববর্তী

বলিউডের কারণেই পাকিস্তানে যৌন অপরাধ বাড়ছে : ইমরান খান

ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন শুনানি শুরু আজ পরবর্তী

ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন শুনানি শুরু আজ

কমেন্ট