দীপিকার সঙ্গে কেন ব্রেকআপ হয়েছিল যুবরাজের?

দীপিকার সঙ্গে কেন ব্রেকআপ হয়েছিল যুবরাজের?

ক্রিকেট ও সিনেমা—দুই বিনোদন মাধ্যমই আমাদের টানটান উত্তেজনায় রাখে। আর যখন এ দুই অঙ্গন একত্রিত হয়, তখন বিস্ময়ের কিছু থাকে না। ভারতের ক্রিকেট ও চলচ্চিত্র অঙ্গন যেন এক সুতোয় গাঁথা। প্রেমের গুঞ্জন, অনুমান আর কানাঘুষা যেন লেগেই থাকে তারকাদের। গোপন প্রেমের গুঞ্জন কখনো চাউর হয়। প্রকাশ্যে বিয়ে তো আছেই। অতীতের দিকে হেঁটে গেলে দেখা যায়, বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন ও সহখেলোয়াড় যুবরাজ সিংয়ের জন্য তারকা ক্রিকেটার এম এস ধোনির উৎসর্গের গুঞ্জন খবরের শিরোনাম হয়েছিল। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চলাকালে নাকি দীপিকার সঙ্গে সাক্ষাৎ হয় যুবরাজের। গুঞ্জন ছিল, দীপিকার প্রতি কিছুটা দুর্বল ছিলেন ধোনি। বলা হয়ে থাকে, ধোনির লম্বা চুল পছন্দ করতেন না এশিয়ার সেরা আবেদনময়ী। আর তাই চুল ছোট করে ফেলেন ধোনি। কিন্তু সহৃদয় ধোনির কাছে বন্ধুত্ব আগে। যখন তিনি জানতে পারলেন, দীপিকার প্রতি আগ্রহী তাঁর টিমমেট যুবরাজ, তখন দুজনের পথ বাধাহীন করে দিলেন। সংবাদমাধ্যম দি টেলিগ্রাফকে দীপিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন যুবরাজ সিং। কীভাবে সাক্ষাৎ হলো? জবাবে যুবরাজ বলেন, ‘আমি তখন সদ্যই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলাম এবং মুম্বাইতে পরিচিত বন্ধুর মাধ্যমে দীপিকার সঙ্গে দেখা হয়েছিল। আমরা একে অপরকে পছন্দ করতাম এবং নিজেদের সম্পর্কে আরো বেশি করে জানতে চাইতাম। তবে খুব বেশি সময় দিতে পারতাম না কেউই। সময়ের সঙ্গে সঙ্গে দীপিকা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল, আর আমিও।’ যুবরাজের সঙ্গে ছাড়াছাড়ি হলে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা পাড়ুকোন। এ নিয়ে জিজ্ঞেস করা হলে যুবরাজ বলেন, ‘ভালো, সে আমার সঙ্গে ছিল এবং আরেকজনের সঙ্গে চলে গেছে। আমি মনে করি, এটা তাঁর ব্যক্তিগত পছন্দ। কেউ যদি সম্পর্কে না থাকতে চায়, তখন অন্য একজনের কিছু করার থাকে না। আমি কাউকে দোষ দিচ্ছি না, ঘটনাটা বলছি মাত্র।’ দীপিকা, ধোনি ও যুবরাজ, তিনজনই এখন বিবাহিত। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছাড়াছাড়ির পর অভিনেত্রী হেজেল কিচকে বিয়ে করেন ক্রিকেটার যুবরাজ সিং। আর গত বছরের নভেম্বরে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা।
মেয়েকে বিদায় জানিয়ে আবেগী শাহরুখ পূর্ববর্তী

মেয়েকে বিদায় জানিয়ে আবেগী শাহরুখ

হেমা মালিনী হলেন গরু কমিশনের ব্রান্ড অ্যাম্বাসেডর! পরবর্তী

হেমা মালিনী হলেন গরু কমিশনের ব্রান্ড অ্যাম্বাসেডর!

কমেন্ট