দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

রংপুর ও জামালাপুরে দায়ের করা মানহানির দুই মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা দুইটির নথি তলব করেছেন আদালত। আজ বুধবার এই দুই মামলায় জামিন সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মাসুদ রানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম। পরে এ ব্যাপারে খুরশীদুল আলম ও মাসুদ রানা জানান, আদালত দুই মামলায় ছয় মাসের জামিন দিয়ে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে নথি তলব করেছেন। প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো‘তে ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’ মাসুদা ভাট্টির ওই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’ এমন মন্তব্যের পরই রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়।
‘হংস বলাকা’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

‘হংস বলাকা’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রী আত্মহত্যায় অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল পরবর্তী

ছাত্রী আত্মহত্যায় অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল

কমেন্ট