দুই মাসের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু

দুই মাসের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির আগে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সকল কর্মকর্তাসহ সকলের জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বাংলাদেশের মহাকাশ জয় সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী পরবর্তী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বাংলাদেশের মহাকাশ জয় সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

কমেন্ট