দুর্নীতির দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সুযোগ পান খালেদা জিয়া। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বকশীবাজার স্থাপিত বিশেষ জজ আদালত এ পরোয়ানা জারি করেন। ওই দিন বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালের কারণে সকালে খালেদা জিয়া আদালতে যেতে পারেননি জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করে বলেন: দুপুর ২টা পর্যন্ত বাম দলের হরতাল চলবে। হরতাল শেষ হলে খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে দুপুর ১২ টার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মাদক সমস্যা নিরসনে ঐক্যবদ্ধ হতে হবে: তথ্যমন্ত্রী পূর্ববর্তী

মাদক সমস্যা নিরসনে ঐক্যবদ্ধ হতে হবে: তথ্যমন্ত্রী

জামিন নিতে মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া পরবর্তী

জামিন নিতে মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া

কমেন্ট