দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ মৃত্যু, আক্রান্ত ২৯৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ মৃত্যু, আক্রান্ত ২৯৪৯

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ২৭৫ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ৯৪৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন এবং মোট সুস্থ ৮৬ হাজার ৪০৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৮৬ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ২৭৫ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৭৯৯ জন আর নারী ৪৭৬ জন। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ পর্যন্ত সুস্থ ৮৬ হাজার ৪০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন। নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২৩ জন ও বাড়িতে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
অপরাধ প্রমাণিত হলে সাহেদকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না : স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

অপরাধ প্রমাণিত হলে সাহেদকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাহারা খাতুনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক প্রকাশ পরবর্তী

সাহারা খাতুনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক প্রকাশ

কমেন্ট