দেশ ও মানুষের কথা ভেবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কথা ভেবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে দেশ ও দেশের মানুষের কথা ভেবে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে খুলনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের ৫৮তম সম্মেলনের উদ্বোধন করে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে অপচয়, অনিয়ম ও বিদেশি প্রযুক্তির নির্ভরশীলতা কমাতে প্রকৌশলীদের আরো তৎপর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। প্রত্যেক উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশনা দেন তিনি। চারদিনব্যাপী এ সম্মেলনে নিজেদের পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত ও সমস্যা সমাধানে করণীয় ও সুপারিশ নির্ধারণ করবেন প্রকৌশলীরা। বিকেলে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এছাড়া এ সফরে তিনি খুলনায় ২ হাজার ৪১ কোটি টাকার ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুর্নীতি করলে শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী পূর্ববর্তী

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী পরবর্তী

সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী

কমেন্ট