ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮২ মণ জাটকা

ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮২ মণ জাটকা

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৮২ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার ভোরে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে মাছগুলো জব্দ করে মুক্তারপুর নৌপুলিশ। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. কবির হোসেন খান জানান, গোপন খবর পেয়ে ভোলা থেকে ছেড়ে আসা কর্ণফুলী-৪ লঞ্চে অভিযান চালানো হয়। লঞ্চটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় লঞ্চ থেকে ৮২ মণ জাটকা জব্দ করা হয়। উদ্ধার করা জাটকাগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত পূর্ববর্তী

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা পরবর্তী

বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

কমেন্ট