ধুনটে যমুনা নদীর তীরে আবারো ভাঙন

ধুনটে যমুনা নদীর তীরে আবারো ভাঙন

বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি-বরইতলি যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের আরো ৫০ মিটার অংশ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এই ভাঙনের ঘটনা ঘটেছে। অব্যাহত ভাঙনের ফলে যমুনা পারের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর যমুনা নদীর ভয়াবহ ভাঙনে তীরবর্তী গ্রামের বাড়িঘর, আবাদি জমিসহ অবকাঠামো নদী গর্ভে বিলীন হয়েছে। এই ভাঙন ঠেকাতে ২০১১ সালে যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্পের কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ওই প্রকল্পের আওতায় ২০১৫-২০১৬ অর্থ বছরে কৈয়াগাড়ি-বরইতলি গ্রামের সামনে ৩০০ মিটার দৈর্ঘ্য তীর সংরক্ষন প্রকল্পের কাজ করা হয়। এতে ব্যায় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। এদিকে শুক্রবার সকালের দিকে ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙন ধেয়ে আসছে যমুনা পারের দিকে। উল্লেখ্য এরআগে ১৪ অক্টোবর ভোর ৪ টার দিকে যমুনার তীর সংরক্ষন প্রকল্পের একই এলাকায় ১৫০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়েছে। উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, যমুনা নদীর পানি কমে গিয়ে স্রোতের গতি বৃদ্ধি পেয়েছে। একারণে তীর সংরক্ষণ প্রকল্পে ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্য্য সহকারি সজিব মিয়া বলেন, সংবাদ পেয়ে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রকল্পের ক্ষতিগ্রস্থ অংশে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
বাসের ধাক্কায় খিলক্ষেতে পথচারী নিহত পূর্ববর্তী

বাসের ধাক্কায় খিলক্ষেতে পথচারী নিহত

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত পরবর্তী

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত

কমেন্ট