ধূমপানের কারনে বছর মারা যাবে ৮০ লাখ মানুষ : ডব্লিউএইচও

ধূমপানের কারনে বছর মারা যাবে ৮০ লাখ মানুষ : ডব্লিউএইচও

images প্রতিবছরই ধূমপানে মৃত্যু ঘটে লাখ লাখ মানুষের। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৮০ লাখে গিয়ে দাঁড়াবে বলে দাবি করলেন একদল গবেষক। বিশ্ব সাস্থ্য সংস্থা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিবছর ধূমপানে মৃত্যু হয় প্রায় ৬০ লাখ মানুষের। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা হবে ৮০ লাখ। প্রতিবেদনে আরো বলা হয়, ধূমপানের কারণে যেই উৎপাদনক্ষমতা ও স্বাস্থ্যগত ক্ষতি হয় তার পরিমাণ অন্তত এক ট্রিলিয়ন ডলার। ধূমপানের কারণে মৃত্যুর ৮০ শতাংশের বেশি ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। দেশগুলোতে ধূমপায়ীদের সংখ্যাও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংখ্যার দাবি, বেশিরভাগ দেশের সরকারই ধূমপানজনিত সমস্যা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। তামাক থেকে বিশ্বে ২০১৩/১৪ সালে ট্যাক্স এসেছে ২৬৯ বিলিয়ন ডলার। কিন্তু ক্ষতি হয়েছে এর চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, তামাকজাত পণ্যের উপর বিধিনিষেধ অনেক প্রাণ বাঁচাতে সক্ষম। মার্কিন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের জানায়, সরকারের আশঙ্কা তামাকের উপর বিধিনিষেধ অর্থনৈতিক ভাবে বিরুপ প্রতিক্রিয়া পড়বে। কিন্তু আমাদের এখনই ব্যবস্থা নেয়া উচিত।’ গবেষকরা জানান, সরকারের ধূমপান বিরোধী প্রচারণায় আরো বেশি অর্থ ব্যয় করা উচিত। স্কাই নিউজ
শিকাগোতে বিদায়ী ভাষণ দিলেন ওবামা পূর্ববর্তী

শিকাগোতে বিদায়ী ভাষণ দিলেন ওবামা

ঝড়ে ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের ‘টানেল ট্রি’ পরবর্তী

ঝড়ে ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের ‘টানেল ট্রি’

কমেন্ট