নওগাঁ জেলা থেকে ১০ রোহিঙ্গা আটক

নওগাঁ জেলা থেকে ১০ রোহিঙ্গা আটক

নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা থেকে আজ সোমবার বিজিবি সদস্যরা ২ মহিলা ও ৫ শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। সকাল ৭টায় জেলার সাপাহার উপজেলায় খঞ্জনপুর সীমান্ত এলাকায় ইতস্তত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে ১৪ বিজিবির খঞ্জনপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, ২জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে। এই ৫ জন শিশুর মধ্যে ৩জন কন্যা সন্তান এবং ২ জন পুত্র সন্তান। ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খিজির খান আটকের ঘটনা নিশ্চিত করে বলেছেন এ রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল নাকি ভারত থেকে তাদের পুশ ইন করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে আটক রোহিঙ্গাদের এখন পর্যন্ত ১৪ বিজিবি’র খঞ্জনপুর ক্যাম্পে রাখা হয়েছে।
৩ দফা দাবিতে দিনাজপুরে কৃষক-আদিবাসীদের জেলা সম্মেলন পূর্ববর্তী

৩ দফা দাবিতে দিনাজপুরে কৃষক-আদিবাসীদের জেলা সম্মেলন

কৃষিজীবীদের মধ্যে দারিদ্র্য এখনো বেশি পরবর্তী

কৃষিজীবীদের মধ্যে দারিদ্র্য এখনো বেশি

কমেন্ট