নতুন অভিবাসন নীতি পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প

নতুন অভিবাসন নীতি পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প

নতুন এক অভিবাসন নীতি পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কেবল মেধাবীরাই যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে সুযোগ পাবে। ট্রাম্পের এই পরিকল্পনা মূলত দক্ষ তরুণ, শিক্ষিত এবং ইংরেজিতে ভালো কর্মীদেরকে ঘিরেই সাজানো হয়েছে।এর আওতায় কেউ যুক্তরাষ্ট্রের অভিবাসী হতে চাইলে তাকে ইংরেজি ও পৌরনীতি বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেধাবী শ্রমজীবীদের সুযোগ দেয়ার ফলে তা অভিবাসীদের ভাগ্য উন্নয়নের পাশপাশি মার্কিন অর্থনীতিতেও অবদান রাখতে পারবে বলে মনে করেন ট্রাম্প প্রশাসন। নতুন এই অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিনের পারিবারিক অভিবাসন নীতি থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে দেয়া এক বক্তৃতায় এ কথা জানান ট্রাম্প। এছাড়া সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হবে। এদিকে ডেমোক্রেট নেতারা ট্রাম্পের এই নীতি প্রত্যাখ্যান করেছে। এর ফলে অনেকের স্বপ্ন চুরমার হবে বলে ধারণা তাদের। বিশেষ করে যেসব শিশু যুক্তরাষ্ট্রে এসেছিল কিন্তু এখনো বৈধ নাগরিকত্ব পায় নি।
‘মেধার’ ওপর গুরুত্ব দিয়ে ট্রাম্পের নতুন অভিবাসন পরিকল্পনা পূর্ববর্তী

‘মেধার’ ওপর গুরুত্ব দিয়ে ট্রাম্পের নতুন অভিবাসন পরিকল্পনা

পুলওয়ামায় সংঘর্ষে সেনাসহ নিহত ৪ পরবর্তী

পুলওয়ামায় সংঘর্ষে সেনাসহ নিহত ৪

কমেন্ট