নতুন রেকর্ডের সামনে কোহলি

নতুন রেকর্ডের সামনে কোহলি

আজকাল ব্যাট হাতে নামলেই কোনো না রেকর্ড গড়েন বিরাট কোহলি। কদিন বাদে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। ক্রিকেটের তিন ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল। আর এই সিরিজেও বেশ কয়েকটির রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মোট ছয়টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর খেলবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তবে টি-টোয়েন্টি, ওয়ানডে আর একটি টেস্ট খেলে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরবেন কোহলি। এর মধ্যেও কয়েকটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় তারকা। ওয়ানডে ক্রিকেটে বর্তমানে কোহলির রান সংখ্যা ১১ হাজার ৮৬৭। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ১৩৩ রান করলেই বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় অধিনায়ক। এর আগে আরেক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও ১২ হাজার রান করেছিলেন। তাঁর লেগেছিল ৩০০ ইনিংস। অস্ট্রেলিয়ান সাবেক তারকা রিকি পন্টিং ১২ হাজার রান করেছেন ৩১৪ ইনিংস খেলে। ৩৩৬ ইনিংসে এই রেকর্ড করেছেন কুমার সাঙ্গাকারা। জয়াসুরিয়ার লেগেছিল ৩৭৯ ইনিংস। আরেকটি রেকর্ডে পন্টিংকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন পন্টিং। তাঁর সেঞ্চুরি সংখ্যা ৭১টি। তাঁর ঠিক পেছনেই আছেন কোহলি। তাঁর সেঞ্চুরি সংখ্যা ৭০টি। আসন্ন সিরিজে একটি সেঞ্চুরি করলেই পন্টিংকে স্পর্শ করবেন কোহলি, বেশি করলে ছাড়িয়ে যাবেন সাবেক কিংবদন্তিকে। এই তালিকায় ১০০ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন শচীন। এ ছাড়া আরেকটি রেকর্ডে নিজ দেশের কিংবদন্তি শচীনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা কোহলির। অসিদের বিপক্ষে ৭০ ইনিংসে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি করেছেন শচীন। এবার কোহলির অপেক্ষা শচীনকে ছোঁয়া। কারণ মাত্র ৩৮ ইনিংসে এরই মধ্যে আটটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।
কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কটাক্ষ কপিলের পূর্ববর্তী

কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কটাক্ষ কপিলের

সাবেক তারকা ফুটবলার বাদল রায় আর নেই পরবর্তী

সাবেক তারকা ফুটবলার বাদল রায় আর নেই

কমেন্ট