নদী দূষণ বন্ধ ও দেশের সব নৌপথগুলো চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নদী দূষণ বন্ধ ও দেশের সব নৌপথগুলো চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশ্ব পানি দিবসে দেশের সব নদী ড্রেজিং ও নৌপথগুলো চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস ২০১৯ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী অপচয় রোধ করে পানির সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, শুকনা মৌসুমি আমাদের যাতে পানি থাকে তাই আমাদের সমস্ত নৌপথ গুলো ড্রেজিং করা। এবং নৌ পথ গুলো আবার চালু করা। এছাড়া এই সময়ে প্রধানমন্ত্রী বিশ্বে বজ্য ব্যবস্থাপনার সমস্যা নিয়ে বলেন, সাগরে জাহাজ যায় বজ্য ফেলে। আবার অনেক সময় নদীতেও বজ্য ফেলে। তাই আমি অনুরোধ করব যাতে নদীতে বজ্য না ফেলে। নদী দূষণ রক্ষার্থে সচেতন হতে হবে। আমরা এর মধ্যেই জলবায়ু রক্ষার্থে বৃক্ষ রোপনের দিকে গুরুত্ব দিচ্ছি। নদীতে বিভিন্ন জায়গায় বালু মহল আছে, কিন্তু কয়েক বছর ধরে বালু মহল একই জায়গায় থাকায় ওই জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছে সুন্দরবন। আমাদের দেশের জন্য একান্ত প্রয়োজন পানি ব্যবস্থাপনার। বিশ্বে অনেক দেশে আছে যেখানে পানির অভাব রয়েছে। তাই আমাদের দেশে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে পাশাপাশি যেসব দেশে পানির অভাব দেশে পানির অভাব রয়েছে তাদের আমরা পানি দিতে পারব। তাই আমাদের দেশের নদী গুলোকে রক্ষা করতে হবে।
নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পূর্ববর্তী

নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নুসরাত পরবর্তী

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নুসরাত

কমেন্ট