নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন আজ থেকে

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন আজ থেকে

নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে সংশোধন আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৩১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন করা যাবে। এ বিষয়ে গতকাল সোমবার শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিভাগ, বিষয় ও ছবি সংশোধন করা যাবে। এ বিষয়গুলোতে কোনো ভুল থাকলে তা ৬ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে সংশোধন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে সোনালী সেবার মধ্যেমে আজ মঙ্গলবার থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত খাতে রেজিস্ট্রেশন সংশোধন ফি জমা দিতে হবে। রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থী প্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
রিকশা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু পূর্ববর্তী

রিকশা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

পাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ পরবর্তী

পাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ

কমেন্ট