‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে’

‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে’

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ কথা বলেন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের মুখপাত্র বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক ভালো কাজ করছে। তাদের ওপর আমাদের আস্থা রয়েছে। এর আগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কার্যালয়ে বৈঠক করে ইউরোপিয়ান ইউনিয়নের সাত সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন সৌদি যুবরাজ পূর্ববর্তী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন সৌদি যুবরাজ

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোকবার্তা পরবর্তী

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোকবার্তা

কমেন্ট