নরওয়ের পুরস্কার পেলেন জাহ্নবী

নরওয়ের পুরস্কার পেলেন জাহ্নবী

এ বছর ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুরের। প্রথম ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পায় দর্শক ও সমালোচক মহলে। নিজের দক্ষতা ও পরিশ্রমের পুরস্কার এবার ঘরে তুলতে যাচ্ছেন এ নবাগত। ‘রাইজিং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন তিনি। নরওয়ে সরকার দিচ্ছে এই পুরস্কার। ভারতের মুম্বাইয়ে অবস্থিত নরওয়ের দূতাবাস কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। আগামী মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে জাহ্নবীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত তারকাসন্তান জাহ্নবী কাপুর। বলেছেন, “এ বছর ‘ধড়ক’ দিয়ে আমার অভিষেক হয়। দেশের বাইরেও এ ছবি মুক্তি দেওয়া হয়েছে, তাই বিশ্বের অনেকে এ ছবি দেখেছেন। নরওয়ের দর্শকও এ ছবি দেখেছেন এবং তাঁরা সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।” জাহ্নবী আরো বলেন, এই সম্মান পাওয়ায় তিনি বিস্মিত, আনন্দিত। তাঁকে পুরস্কারের জন্য নির্বাচিত করায় খুব খুশি তিনি। ল্যাকমে ফ্যাশন সপ্তাহে জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত নরওয়ের সিনেমার প্রসার ও ভারতের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। অনুষ্ঠানে নরওয়ের দুটো সিনেমা প্রদর্শিত হবে। একটি হলো ‘হোয়াট উইল পিপল সে’ এবং অপরটি ‘দ্য কিংস চয়েস’। ‘হোয়াট উইল পিপল সে’ পরিচালক ইরম হক, প্রযোজক বনি কাপুরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুম্বাইয়ে নরওয়ে দূতাবাসের কনসাল জেনারেল অ্যান ওলেস্ট্যাড বলেছেন, এখন বিশ্বব্যাপী প্রদর্শিত হয় ভারতের সিনেমা। তাঁর দেশেও ভারতীয় ছবি ও অভিনেতাদের প্রচুর ভক্ত রয়েছে। ২০০৩ সাল থেকে প্রতিবছর বলিউড উৎসব করে চলেছে নরওয়ে, যেখানে ভারতের জনপ্রিয় তারকারা ও নরওয়ের বিশিষ্ট অতিথিরা অংশ নেন। ‘অস্কারে এবার আমাদের যে ছবিটি যাচ্ছে, সেটি ভারতে শুটিং করা হয়েছে। ভারতের অভিনেতারা আছেন এতে। জাহ্নবী কাপুরের প্রথম ছবি ব্যাপক সাফল্য পেয়েছে, আমরা তাঁকে সম্মান জানাতে পেরে খুব খুশি। সিনেমায় এই তরুণ অভিনেত্রীর দারুণ ভবিষ্যৎ রয়েছে,’ যোগ করেন অ্যান। ‘ধড়ক’ ছবিতে জাহ্নবী কাপুর জুটি বাঁধেন আরেক নবাগত ঈশান খট্টরের সঙ্গে। বক্স অফিসেও এ ছবি দারুণ হিট করেছিল।
বিগ বস দেখে বিরক্ত দর্শক : সালমান পূর্ববর্তী

বিগ বস দেখে বিরক্ত দর্শক : সালমান

ফের পেছাল ‘টোটাল ধামাল’ পরবর্তী

ফের পেছাল ‘টোটাল ধামাল’

কমেন্ট