নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের উৎসব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের উৎসব

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ক্যাম্পাসে গতকাল শনিবার সামার ২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ উপলক্ষে গতকাল এনএসইউ ক্যাম্পাস ছিল উৎসবমুখর। নতুন ভর্তি হওয়া ১৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী ৪২ জন শিক্ষার্থীকে টিউশন ফির ওপর শতভাগ পর্যন্ত বৃত্তি প্রদান করেছে এনএসইউ। গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এইচ লুত্ফুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, এম এ হাশেম প্রমুখ।
নৌবন্দরসমূহে এক নম্বর সতর্কতা সংকেত পূর্ববর্তী

নৌবন্দরসমূহে এক নম্বর সতর্কতা সংকেত

বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে পরবর্তী

বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

কমেন্ট