নাঈম-তাইজুলের বলিংয়ে দিশেহারা জিম্বাবুয়ে

নাঈম-তাইজুলের বলিংয়ে দিশেহারা জিম্বাবুয়ে

একমাত্র টেস্টে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ করে ৫৬০ রান। ২৯৫ রানে পিছিয়ে থেকে গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নাঈম হাসানের বোলিং তোপে ৯ রান তুলতেই হারিয়ে বসে ২ উইকেট। সেখান থেকে আজ মঙ্গলবার আবার ব্যাট করতে নেমেছে শেভরনরা। সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে : ২৬৫/১০ ও ৪৪/৪ (১৬.৫ ওভারে) বাংলাদেশ : ৫৬০/৬ ডিক্লে.। পিছিয়ে : ২৫১ রানে। নাঈমের তৃতীয় শিকার টেলর গতকাল দুই উইকেট নিয়েছিলেন। আজ সোমবার প্রথম সেশনেই দেখা পেয়েছেন তৃতীয় উইকেটের। থিতু হওয়ার অভিজ্ঞ ব্রেন্ডান টেলরকে ফিরিয়েছেন তিনি দলীয় ৪৪ রানের মাথায়। টেলর ডিপ মিডউইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে হয়নি। বল চলে যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে, সেখানে বলটি তালুবন্দি করেন তাইজুল ইসলাম। তাইজুল ফেরালেন কাসুজাকে দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। একাদশ ওভারে তার করা চতুর্থ বলটি বুঝে উঠতে পারেননি কেভিন কাসুজা। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে মোহাম্মদ মিথুনের তালুবন্দি হয়। ৩৪ বল খেলে ১০ রান করে যান কাসুজা।
বিশ্বকাপ মিশনে ভারত বধের চেষ্টা ব্যর্থ পূর্ববর্তী

বিশ্বকাপ মিশনে ভারত বধের চেষ্টা ব্যর্থ

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক পরবর্তী

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক

কমেন্ট