নাটোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নাটোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে র‌্যাবের টহল দল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় গেলে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা এলোপাথারি গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময়ের পর বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে সেখানে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে বলে মেজর শিবলী মোস্তফা জানান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড ও ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
তুচ্ছ কারণে স্ত্রীর শরীরে ফুটন্ত পানি নিক্ষেপ পূর্ববর্তী

তুচ্ছ কারণে স্ত্রীর শরীরে ফুটন্ত পানি নিক্ষেপ

শাহজালাল বিমানবন্দরে ১৩ কেজি স্বর্ণসহ আটক ১ পরবর্তী

শাহজালাল বিমানবন্দরে ১৩ কেজি স্বর্ণসহ আটক ১

কমেন্ট