নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ছিনতাইয়ের সময় আল আমিন (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন শহরের খানপুর এলাকার মাসুম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে খানপুর এলাকার একাধিক বাসিন্দা জানান, আল আমিন মাদকাসক্ত ও চিহ্নিত ছিনতাইকারি। নেশার টাকা যোগাড় করার জন্যই মূলত ছিনতাই করতো। এর আগেও ছিনতাই করতে গিয়ে একাধিকবার তাকে আটক করে এলাকাবাসী। পরে ক্ষমা চেয়ে মুক্তি পেয়ে যায়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার ভোরে চাষাঢ়ায় ছিনতাই করার সময় আল আমিনকে আটক করে এলাকার লোকজন। এ সময় তাদের পিটুনিতে আল আমিন গুরুতর আহত হন। পরে আল আমিনকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে একজন নিহত, দগ্ধ ৪ পূর্ববর্তী

যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে একজন নিহত, দগ্ধ ৪

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পরবর্তী

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

কমেন্ট