না ফেরার দেশে অভিনেত্রী লীনা আচার্য

না ফেরার দেশে অভিনেত্রী লীনা আচার্য

না ফেরার দেশে ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার (২২ নভেম্বর) কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন। মুম্বাই মিরর এ তথ্য জানিয়েছে। ‘শেঠ জি’, ‘আপকি আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন লীনা। গত এক বছর ধরে তিনি কিডনির চিকিৎসা নিচ্ছিলেন। এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে চিত্রনাট্যকার ও অভিনেতা অভিষেক গৌতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার কাছের বন্ধু ও খুবই চমৎকার একজন অভিনেত্রী লীনা আচার্য। সবসময়ই অন্যের পাশে থাকত। পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একজন ভালো বন্ধু হারালাম। তোমাকে অনেক মনে পড়বে।’ এই অভিনেত্রীর সহ-অভিনেতা রোহান মেহরা ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তাকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন লীনা আচার্য ম্যাডাম। গত বছর এই সময় আমরা ক্লাব অব ২০২০-এর শুটিং করছিলাম। আপনাকে মনে পড়বে।’
জন্মদিনে স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিল সামান্থা পূর্ববর্তী

জন্মদিনে স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিল সামান্থা

বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি পরবর্তী

বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি

কমেন্ট