না ভেঙেই সরানো হচ্ছে চারতলা বাড়ি

না ভেঙেই সরানো হচ্ছে চারতলা বাড়ি

নির্মাণ অক্ষত রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় ২৬ ফুট পেছনে সরানো হচ্ছে চারতলা বাড়ি। ভারতের হাবড়ার মছলন্দপুরে এ অভূতপূর্ব ঘটনা ঘটছে। সেই কাজ দেখতে কৌতুহলী হয়ে প্রতিদিন ভিড় করছে এলাকার মানুষ। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মছলন্দপুর-তেঁতুলিয়া সড়ক সম্প্রসারণে কাজ শুরু হয়েছে সম্প্রতি। রাস্তা সম্প্রসারণে জন্য বাড়িসহ আরো কয়েকটি দোকান ভাঙার প্রয়োজন। সরকারি জায়গায় থাকা অনেক দোকান মালিক প্রশাসনের নির্দেশে নিজেরাই নির্মাণ ভেঙে ফেলছেন। রাস্তার পাশে দোকান-সহ চারতলা বাড়ির মালিক নির্মল কর্মকার। তার বাড়ির নীচে থাকা দোকানের একাংশ সরকারি জায়গায় পড়েছে। দোকান ভাঙার নির্দেশ তিনিও পেয়েছেন। দোকান ভাঙতে হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি কিভাবে না ভেঙে বাঁচানো সম্ভব, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেন তিনি। তিনি একটি সংস্থার খোঁজ পান। সংস্থাটি ভারতের হরিয়ানার। তিনি ওই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। হরিয়ানার সংস্থাটি নির্মলকে জানান, না ভেঙে তা নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলা সম্ভব। প্রায় এক মাস সময় লাগবে এই কাজ করতে। খরচ হবে প্রায় ছয় লক্ষ টাকা। নির্মল রাজি হয়ে যান। এরপরেই সংস্থাটির ২৪ জন ইঞ্জিনিয়ার বাড়ি সরানোর কাজ করছেন। ঘরের মেঝেও অক্ষত থাকছে। সংস্থাটি রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি সরানোর কাজ করলেও চারতলা বাড়ি সরানোর এই প্রথম বলে জানিয়েছে। অন্যত্র সরানো হলেও আগের তুলনায় অনেক বেশি মজবুত হবে বলে তাদের দাবি।
তারুণ্য ধরে রাখতে ঘরেই তৈরি করুন অ্যালোভেরা জেল পূর্ববর্তী

তারুণ্য ধরে রাখতে ঘরেই তৈরি করুন অ্যালোভেরা জেল

খাটো পুরুষই সেরা জীবনসঙ্গী পরবর্তী

খাটো পুরুষই সেরা জীবনসঙ্গী

কমেন্ট