নিউমার্কেট ও গাউছিয়ার ১০ ফাস্টফুড দোকানকে জরিমানা

নিউমার্কেট ও গাউছিয়ার ১০ ফাস্টফুড দোকানকে জরিমানা

পচা ও বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটের ভেতরের ১০টি ফাস্টফুডের দোকানমালিককে জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এসব দোকানকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দোকানগুলোর আট কর্মচারীকে আটক ও জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। শাস্তি হওয়া ফাস্টফুডের দোকানগুলো হলো নিউমার্কেটের ওয়েস্টার্ন ফুড, অ্যারোমা ফুড, কিং ফুড, ক্যাপিটাল ফুড, আল-আমিন ফুড, সৈকত ফুড, ক্যাপ্রি ফুড ও ফুডপার্ক। এ ছাড়া গাউছিয়া মার্কেটের দুটি দোকানে জরিমানা করা হয়েছে। দোকানগুলোর নাম জানা যায়নি। অভিযানে তিনটি দোকানের মালিক জরিমানা করার সঙ্গে সঙ্গেই টাকা পরিশোধ করেছেন বলে জানা যায়। তবে অভিযানের খবর পেয়ে অনেক দোকানের মালিক পালিয়ে যান।
মাদকবিরোধী অভিযান : ‘বন্দুকযুদ্ধে’ এক রাতেই নিহত ৮ পূর্ববর্তী

মাদকবিরোধী অভিযান : ‘বন্দুকযুদ্ধে’ এক রাতেই নিহত ৮

বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত পরবর্তী

বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

কমেন্ট