নিজেদের রেকর্ডই ভেঙেছে ইংল্যান্ড!

নিজেদের রেকর্ডই ভেঙেছে ইংল্যান্ড!

এত দিন সর্বোচ্চ রানের রেকর্ডটি তাদের দখলেই ছিল। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করেছিল ইংল্যান্ড। এবার নিজেদের রেকর্ডকেই ভেঙে ওয়ানডেতে সর্বোচ্চ রান গড়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ছয় উইকেটে ৪৮১ করেছে ইংলিশরা। ট্রেন্ট ব্রিজে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এই রান গড়ে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলসের চমৎকার দুটি সেঞ্চুরির ওপর ভর করেই এই বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। বেয়ারস্টো ১৩৯ রানের চমৎকার ইনিংসটি খেলেন ৯২ বলে ১৫ চার ও ৫টি ছক্কায়। সমান বল খরচায় ১৪৭ রান করেন হেলস, যাতে ১৬ চার ও ৫টি ছক্কার মার ছিল। ওপেনার জেসন রয় (৮২) ও অধিনায়ক ওয়েন মর্গ্যান (৬৭) খেলেছেন ঝড়ো দুটি ইনিংস। এঁদের সামনে অস্ট্রেলিয়ার বোলাররা একরকম অসহায় ছিল। ১০ ওভারে ৯২ রান খরচ করেছেন রিচার্ডসন, তিনি অবশ্য তিন উইকেট পেয়েছেন। এছাড়া মার্কাস স্টয়নিসের আট ওভারে ৮৫ এবং নয় ওভারে ১০০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন পেসার অ্যান্ড্রু টাই।
লাল কার্ডে লজ্জার রেকর্ড! পূর্ববর্তী

লাল কার্ডে লজ্জার রেকর্ড!

বাংলাদেশের সমর্থকদের প্রতি মেসির ভালোবাসা পরবর্তী

বাংলাদেশের সমর্থকদের প্রতি মেসির ভালোবাসা

কমেন্ট