নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধি ও আচরণ প্রকাশ

নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধি ও আচরণ প্রকাশ

সরকার নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধি ও আচরণ প্রকাশ করেছে। আইন মন্ত্রণালয়ের মুখপাত্র মো. রেজাউল করিম জানান, আপীল বিভাগে এ বিষয়ে শুনানি অনুষ্ঠানে জন্য নির্ধারিত সময়ের দু’দিন আগে এই গেজেট জারি করা হলো। আজ এ সংক্রান্ত একটি গেজেট জারি করা হয়েছে এবং এটি প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। গেজেটটি খুব শিগগির প্রকাশ করা হবে বলে আমরা আশা করছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০ ডিসেম্বর নিম্ন আদালতের আচরণ বিধি চূড়ান্ত ও গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রকে আরো তিন দিনের সময় দেয়। এর আগে সুপ্রিম কোর্ট গেজেট প্রকাশের জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রকে সময় বেধে দিয়েছিল। আইনমন্ত্রী আনিসুল হকের এ সংক্রান্ত এটি মন্তব্যের পরই এই আদেশ জারি হলো। মন্ত্রী বলেছিলেন, আচরণ বিধির খসড়াটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির এটি প্রকাশ করা হবে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই গেজেট প্রকাশ করা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। তিনি স্বাস্থ্যগত কারণে ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অষ্ট্রেলিয়া যান। অবশ্য পরে তিনি পদত্যাগ পত্র পাঠান। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নিম্ন আদালতের এই আচর বিধি বিচার বিভাগে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে গেজেট প্রকাশের পর যাতে এটির ব্যাপারে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে, সে জন্য আমরা শেষ বারের মতো এটি যাচাই বাছাই করেছি।
বিশ্বনেতাদের সঙ্গে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

বিশ্বনেতাদের সঙ্গে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ পরবর্তী

ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

কমেন্ট