নিরাপত্তার বলয়ে খাশোগির প্রেমিকা হ্যাতিস

নিরাপত্তার বলয়ে খাশোগির প্রেমিকা হ্যাতিস

সম্প্রতি ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে হত্যা করা হয়।এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন খাশোগির প্রেমিকা হ্যাতিস সেঙ্গিজ। এ কারণে হ্যাতিসকে ২৪ ঘন্টার নিরাপত্তা দিচ্ছে তুর্কি সরকার। বার্তা সংস্থা আনাদোলু'র বরাতে এ তথ্য জানা গেছে। ইস্তাম্বুল গভর্নরের অফিসে থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হ্যাতিস সেঙ্গিজকে নিরাপত্তা দিতে হবে। এ নির্দেশের ফলে ইস্তাম্বুল পুলিশ ডিপার্টমেন্ট তাকে নিরাপত্তা দেবে। জামাল খাশোগি ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে প্রবেশ করেন। ওই কাগজ সংগ্রহ করেই প্রেমিকাকে বিয়ে করার কথা ছিল তার। হ্যাতিস সেদিন তার প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় কনসুলেটের বাইরে অপেক্ষমাণ ছিলেন। কিন্তু খাশোগি ফেরত না আসায় তিনিই প্রথম মিডিয়াকে জানান নিখোঁজের ঘটনা। এরই ধারাবাহিকতায় তদন্তে বেরিয়ে আসে, ওই কনসুলেটেই খাশোগিকে হত্যা করেছে সৌদি। এতে হ্যাতিসের জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই তুরস্ক সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে।
ব্রেক্সিট প্রায় চূড়ান্ত, শেষ বেলায় একটু ধৈর্য ধরুন : তেরেসা মে পূর্ববর্তী

ব্রেক্সিট প্রায় চূড়ান্ত, শেষ বেলায় একটু ধৈর্য ধরুন : তেরেসা মে

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৮৭ পরবর্তী

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৮৭

কমেন্ট