নির্বাচনী সংলাপ পেছাতে এবার বিজেপি’র আবেদন

নির্বাচনী সংলাপ পেছাতে এবার বিজেপি’র আবেদন

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার সংলাপে বসার কথা ছিলো বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি’র। কিন্তু এরই মধ্যে সংলাপের দিন পেছানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আন্দালিব রহমান পার্থ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দেয়া চিঠিতে বলেন, আমার মা অসুস্থ রয়েছেন। তাই সংলাপে বিজেপি’র জন্য নির্ধারিত সময় মায়ের চিকিৎসার জন্য আমাকে দেশের বাইরে থাকতে হবে। ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ২৪ অাগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে বিজেপি’র আগেও দু’টি রাজনৈতিক দল সময় চেয়ে আবেদন করে। দল দু’টি হচ্ছে: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং ইসলামী ঐক্যজোট। তারাও সময় পেছানোর আবেদনে অসুস্থতার কথা উল্লেখ করে। এবার সেই তালিকায় যোগ হলো বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক দল বিজেপি। গত ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এরপর ১৬ ও ১৭ আগস্ট নির্বাচন কমিশন আলোচনার জন্য আমন্ত্রণ জানায় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বদের। সবশেষ ২৪ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলকে ডাকা হয়েছে সবার শেষে। ১৫ অক্টোবর বিএনপি এবং ১৮ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় ওনারা কান্নাকাটি করছেন: আইনমন্ত্রী পূর্ববর্তী

ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় ওনারা কান্নাকাটি করছেন: আইনমন্ত্রী

শেখ হাসিনা এগিয়ে, নোবেল পেয়েও পিছিয়ে সু চি পরবর্তী

শেখ হাসিনা এগিয়ে, নোবেল পেয়েও পিছিয়ে সু চি

কমেন্ট