নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: ফখরুল

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: ফখরুল

নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতি-দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আজ ১২ দিন হতে চলল নাজিমউদ্দিন রোডের কারাগারে দেশনেত্রীকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে। বিএনপি এ নেতা বলেন, অবৈধ অনৈতিক সরকার তাদের সুদূর প্রসারি আকাঙ্কা বাস্তবায়নের জন্য তাকে (খালেদা) রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। বিএনপি-খালেদা জিয়া-২০ দল যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে- সেই চক্রান্ত চলছে। তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে- গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্ব আরো বক্তব্য দেন, পরিষদের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিএনপি না আসলে নির্বাচন বন্ধ হবে না : এরশাদ পূর্ববর্তী

বিএনপি না আসলে নির্বাচন বন্ধ হবে না : এরশাদ

ঢাকা জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি পরবর্তী

ঢাকা জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি

কমেন্ট