নির্বাচন আগানো বা পেছানো এটা সম্পূর্ণ ইসির এখতিয়ার: ওবায়দুল কাদের

নির্বাচন আগানো বা পেছানো  এটা সম্পূর্ণ ইসির এখতিয়ার: ওবায়দুল কাদের

'নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার। এ ব্যাপারে সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।' আজ শুক্রবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার। এ ব্যাপারে আমাদের সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।' তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদের সঙ্গে ইসি আলাপ-আলোচনা করে একটা সমাধান করতে পারে।' সম্পাদক মণ্ডলীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পূর্ববর্তী

এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরবো: পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরবো: পররাষ্ট্রমন্ত্রী

কমেন্ট