নির্বাচন ঠেকানোর কোনো শক্তি বা সামর্থ্য বিএনপির নেই: মেনন

নির্বাচন ঠেকানোর কোনো শক্তি বা সামর্থ্য বিএনপির নেই: মেনন

বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংবিধানে যেভাবে আছে সে ভাবেই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে যে সরকার আছে সেই সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। বিএনপি’র নির্বাচন ঠেকানোর কোনো শক্তি বা সামর্থ্য নেই। বৃহস্পতিবার দুপুর ১২টায় মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মেনন আরও বলেন, আগাম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। মেহেরপুর গাংনীর ভাটপাড়া জেলা প্রশাসক ইকোপার্কের শুভ উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আহম্মেদ বকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই : মির্জা ফখরুল পূর্ববর্তী

সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই : মির্জা ফখরুল

রসিকে সেনা মোতায়েন চায় বিএনপি পরবর্তী

রসিকে সেনা মোতায়েন চায় বিএনপি

কমেন্ট