নিষেধাজ্ঞায় বাদ সাধলেন বিচারক, যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোড চলবে

নিষেধাজ্ঞায় বাদ সাধলেন বিচারক, যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোড চলবে

যুক্তরাষ্ট্রে খুদে ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটক ডাউনলোডে নিষেধাজ্ঞা থামিয়ে দিয়েছেন ওয়াশিংটন ডিসির এক বিচারক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ অ্যাপল ও অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে টিকটক ডাউনলোড সুবিধা বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। ওই আদেশ গতকাল রোববার রাত ১২টা থেকে কার্যকর করার কথা ছিল। ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলাস স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তা স্থগিত করে দেন। এতে সন্তোষ প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আগে থেকে যারা টিকটক ব্যবহার করছে, তাদের ক্ষেত্রে অ্যাপটি ব্যবহারে কোনো বাধা ছিল না। মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞায় নতুন করে ডাউনলোড এবং কেউ একবার অ্যাপটি আনইনস্টল করলে পুনরায় ডাউনলোড বন্ধ রাখার কথা বলা হয়েছিল। বিচারকের নতুন আদেশ অনুযায়ী এখন আপাতত কোনো বাধা থাকছে না। এর আগে চীনা অ্যাপ উইচ্যাটের ওপরও নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। উইচ্যাটও শেষমুহূর্তে এসে আদালতের শরণাপন্ন হয়ে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পায়। টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে। এমন অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে ট্রাম্প জানান, ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এরপর গত ১৪ সেপ্টেম্বর ওরাকল ও ওয়ালমার্টের সঙ্গে চুক্তি করে টিকটকের ইউএস ভার্সন। তবে মালিকানা পুরোপুরি বিক্রি করেনি কোম্পানিটি। ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন। এ সম্পর্কের খাতিরেই তিনি চুক্তিটি করতে পেরেছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৩ কোটি ৩৫ লাখ পূর্ববর্তী

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৩ কোটি ৩৫ লাখ

আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সামরিক সংঘাত, নিহত ২৩ পরবর্তী

আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সামরিক সংঘাত, নিহত ২৩

কমেন্ট