নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানসিটি

নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানসিটি

প্রথম লেগে হেরে ফাইনালে যাওয়ার দৌঁড়ে আগে থেকে পিছিয়ে ছিল প্যারিসের ক্লাব পিএসজি। যেটুকু সম্ভবনা ছিল, সেটাও ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের মাঠে কঠিন লড়াই করতে হতো ফরাসিদের। কিন্তু মূল ম্যাচে লড়াই তো দূরের কথা ন্যূনতম প্রতিরোধও করতে পারেনি পিএসজি। নেইমারদের হারিয়ে হেসেখেলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। দলের হয়ে দুটি গোলই করেছেন রিয়াদ মাহরেজ। এর আগে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল ম্যানসিটি। মোট দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে উঠল পেপ গুয়ার্দিওলার দল। পিএসজির হয়ে এই ম্যাচেও খেলতে পারেননি দলের অন্যতম ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। চোটের কারণে বাইরে বসেই দেখতে হয়েছে দলের হার দেখতে হয়েছে ফরাসি তারকাকে। আরেক তারকা নেইমার খেললেও ছিলেন নিজের ছায়া হয়ে। একবারও জালের দেখা পাননি এই ব্রাজিল সুপারস্টার। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের অনেকটা সময় সমস্যা করেছে তুষারপাত। তবে সেটি থামাতে পারেনি ম্যানসিটির ছন্দ। ম্যাচের কম সময় বল দখলে রেখেও দুর্দান্ত আক্রমণে প্রতিপক্ষ শিবিরে ভিত ছড়িয়েছে দলটি। ম্যাচের ১১ মিনিটেই জালের দেখা পেয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইনের শট মার্কিনিয়োসের পায়ে লেগে বল চলে যায় ডান পাশে। সেখানে ছুটে গিয়ে জোরালো শটে গোলটি করেন মাহরেজ। বাকি গোলটি আসে বিরতির পর। ৬৩ মিনিটে ডান দিকে সতীর্থের বাড়ানো ক্রস ধরে কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করেন মাহরেজ। এরপর ৬৯ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজি তারকা ডি মারিয়া। ১০ জনের দলে পরিণত হয়ে আর ঘুরে দাঁড়াতে পারেননি অতিথিরা। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারদের।
আইপিএল থেকে দেশে ফেরা নিয়ে বিপাকে বিদেশিরা পূর্ববর্তী

আইপিএল থেকে দেশে ফেরা নিয়ে বিপাকে বিদেশিরা

কে যাবে ইস্তানবুলে, রিয়াল না চেলসি? পরবর্তী

কে যাবে ইস্তানবুলে, রিয়াল না চেলসি?

কমেন্ট