নেইমার বার্সায় যাচ্ছে না : পিএসজি কোচ

নেইমার বার্সায় যাচ্ছে না : পিএসজি কোচ

ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে ক্লাবগুলোর মধ্যে টানা হেঁচড়া চলছেই। রিয়াল মাদ্রিদ তো বহুদিন ধরেই নেইমারকে পাওয়ার জন্য বিপুল অংকের অর্থ নিয়ে বসে আছে। এদিকে কিছুদিন আগে শোনা গেছে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও নাকি নেইমারকে আবারও ফিরে পেতে চায় এই বার্সেলোনা। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) কোচ টমাস টুখেল জানিয়েছেন, নেইমার এখানেই সুখে আছে! নেইমারের দলবদল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'আমার মনে হয়, নেইমার অনেক, অনেক সুখে আছে। সে পেশাদার, ফল নির্ধারক, সে ভালো আছে। আমি মনে করি, সে এখানে ভালো বোধ করছে, লকার রুমে ও মাঠে। সে নিয়মকানুন মেনে চলে, মাঠে অনেক কিছু করে। আপনি তার কৌশল এবং সে অনুশীলনে যা করে দেখেছেন।' উল্লেখ্য, বার্সেলোনা থেকে ২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু এর কিছু দিন পর থেকেই তার আবারও সম্ভাব্য দলবদল নিয়ে নতুন সব সম্ভাবনার খবর আসতে শুরু করে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ থেকে একের পর এক বার্তা আসতে থাকে নেইমারকে পাওয়ার জন্য। এরপর সম্প্রতি বার্সেলোনা তাকে ফিরে পেতে চায় বলে নতুন করে খবর বের হতে শুরু করেছে। তবে এসব নিয়ে একটুও চিন্তিত নন টুখেল। বুধবার ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে গ্যাঁগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, 'তার কাজ নিয়ে আমরা খুব সন্তুষ্ট। আমার মনে হয়, সে দেখাতে চায় যে সে পিএসজির নেতা হয়ে উঠতে সক্ষম। আর তা আমাদের দারুণ ব্যাপার। কারণ সবচেয়ে বড় কথা হলো সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'
খুলনার হ্যাট্টিক হার; রাজশাহীর প্রথম জয় পূর্ববর্তী

খুলনার হ্যাট্টিক হার; রাজশাহীর প্রথম জয়

টস জিতে ব্যাটিংয়ে ওয়ার্নারের সিলেট পরবর্তী

টস জিতে ব্যাটিংয়ে ওয়ার্নারের সিলেট

কমেন্ট