নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় মোদির শোক

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় মোদির শোক

নেপালের ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি লিখেন- কাঠমুন্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের জন্য প্রার্থনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শোক প্রকাশ করেছেন। এবং কাঠমান্ডুতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় সোমবার পর্যন্ত ৫০ জন নিহত হন। মঙ্গলবার সকালে বিমানটির পাইলটও নেপালের নরভিক হাসপাতালে মারা গেছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।
স্টিফেন হকিং আর নেই​ পূর্ববর্তী

স্টিফেন হকিং আর নেই​

৭ বছরে নেপালে ১৫টি বিমান বিধ্বস্ত পরবর্তী

৭ বছরে নেপালে ১৫টি বিমান বিধ্বস্ত

কমেন্ট