নেপালে ৮ দিন পর তিনজনকে জীবিত উদ্ধার

নেপালে ৮ দিন পর তিনজনকে জীবিত উদ্ধার

nepal-fire serviceনেপালে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হওয়া বাড়ি থেকে আট দিন পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার বিষয়টি জানিয়েছে। খবর রয়টার্সের। নেপালী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি দল সিন্ধুপলচক জেলা থেকে রবিবার তিনজনকে জীবিত উদ্ধার করেছে। কাঠমান্ডুর উত্তরপূর্বে অবস্থিত জেলার বাড়িঘরের ধ্বংসাবশেষ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে একই দিন এভারেস্টে তুষারধসের শিকার হওয়া ৫০ পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়েছে। রসুয়া জেলা থেকে ওই লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে গত আট দিনে নেপালে ভূমিকম্পে মৃতের পরিমাণ বেড়ে ৭ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। নেপালে গত শনিবার সকালে ৭ দশমিক ৯ মাত্রার এক বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশটির অন্তত ৩৮টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডে গণকবরের কাছে উদ্ধার জীবিত ব্যক্তি বাংলাদেশী পূর্ববর্তী

থাইল্যান্ডে গণকবরের কাছে উদ্ধার জীবিত ব্যক্তি বাংলাদেশী

বোকো হারামের কবল থেকে উদ্ধার আরো ২৭৫ পরবর্তী

বোকো হারামের কবল থেকে উদ্ধার আরো ২৭৫

কমেন্ট