নৌকাডুবি : পা হারানো মো. শাহজালালও মারা গেছেন

নৌকাডুবি : পা হারানো মো. শাহজালালও মারা গেছেন

সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে সুরভি লঞ্চের আঘাতে পা হারানো মো. শাহজালালও মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৭ মার্চ বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় তার দুই মেয়ে ও স্ত্রীও মারা যায়। ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বলেন, ‘দুর্ঘটনার সময় সে পানিতে পড়ে গেলে লঞ্চের ইঞ্জিনে দুই পা আটকে যায়। পরে নৌ পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে ঢামেকে আনা হয়।’ উল্লেখ্য, গত ৭ মার্চ বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। পরে এ হতাহতের ঘটনা ঘটে।
‘আমার দোলাকেও পাওয়া গেছে’ পূর্ববর্তী

‘আমার দোলাকেও পাওয়া গেছে’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু পরবর্তী

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

কমেন্ট